বাংলা

চীন-আফ্রিকা সহযোগিতা শীর্ষ সম্মেলন-২০২৪ সেপ্টেম্বরে

CMGPublished: 2024-08-20 17:17:40
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আগস্ট ২০: আগামী ৪ থেকে ৬ সেপ্টেম্বর বেইজিংয়ে অনুষ্ঠিত হবে চীন-আফ্রিকা সহযোগিতার শীর্ষ সম্মেলন-২০২৪। চীনের বাণিজ্যমন্ত্রীর সহকারী থাং ওয়েন হোং আজ (মঙ্গলবার) চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে, চীন-আফ্রিকা বাস্তবসম্মত সহযোগিতা ফলপ্রসূ হয়েছে এবং যা কার্যকরভাবে চীনা ও আফ্রিকান জনগণের মঙ্গলকে উন্নত করেছে। চীন-আফ্রিকা সহযোগিতা ভিশন ২০৩৫-এর প্রথম ত্রি-বার্ষিক পরিকল্পনা হিসেবে চীন এবং আফ্রিকা ২০২১ সাল থেকে যৌথভাবে ‘নয়টি প্রকল্প’ বাস্তবায়ন করা শুরু করে।

মুখপাত্র বলেন, গত তিন বছরে চীন ও আফ্রিকার পুঁজি বিনিয়োগ ও বাণিজ্যের সহযোগিতা স্থিতিশীলভাবে উন্নত হয়ে আসছে। নাইজেরিয়ার লেকি ডিপওয়াটার বন্দর, কেনিয়ার নাইরোবি আন্তর্জাতিক বিমানবন্দর টোল এক্সপ্রেসওয়ে, দক্ষিণ আফ্রিকার ফটোভোলটাইক পাওয়ার স্টেশন এবং মিশরের হোম অ্যাপ্লায়েন্স কারখানাসহ বেশ কয়েকটি অবকাঠামো ও উত্পাদন প্রকল্প নির্মিত হচ্ছে। চীন আফ্রিকায় ৫০০ জনেরও বেশি কৃষি বিশেষজ্ঞ পাঠিয়েছে, প্রায় ৯ হাজার কৃষি প্রতিভাকে প্রশিক্ষণ দিয়েছে এবং আফ্রিকার কৃষি আধুনিকীকরণ প্রক্রিয়াকে শক্তিশালী সমর্থন দিয়েছে।

চীন টানা ১৫ বছর ধরে আফ্রিকার বৃহত্তম ব্যবসায়িক অংশীদার হিসেবে তার অবস্থান বজায় রেখেছে উল্লেখ করে মুখপাত্র আরো বলেন, সবুজ উন্নয়ন ও ডিজিটাল উদ্ভাবনসহ নানা খাতে চীনের কোম্পানিগুলো আফ্রিকাতে প্রচুর পরিচ্ছন্ন শক্তি প্রকল্প বাস্তবায়ন করেছে। আফ্রিকাতে ব্যাটারি ও ফটোভোলটাইক পণ্যের রপ্তানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। রিসোর্স রিমোট সেন্সিং, পুনঃনবায়নযোগ্য শক্তি এবং পরিবেশগত কৃষির মতো ক্ষেত্রগুলোতে যৌথ গবেষণা চালানোর জন্য চীন এবং আফ্রিকান দেশগুলো যৌথভাবে ১০টিরও বেশি দ্বিপাক্ষিক যৌথ গবেষণাগার বা যৌথ গবেষণা কেন্দ্র স্থাপন করেছে বলে জানান তিনি।

Share this story on

Messenger Pinterest LinkedIn