‘নারীর পছন্দ’
সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন সংগীতানুষ্ঠান ‘তোমার জন্য গান’। আর এ আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা।
বন্ধুরা, আপনারা শুনছিলেন চিয়াং ইউ হেংয়ের কন্ঠে ‘ভালোবাসা ঘুমাতে দেয় না’ শীর্ষক গান। ১৯৮৭ সালে চিয়াং ইউ হেং নিজের সঙ্গীত কোম্পানি গড়ে তোলেন। একই বছরের অগাস্ট মাসে তাঁর নতুন অ্যালবাম প্রকাশিত হয়। ১৯৮৮ সালের ফেব্রুয়ারি মাসে তাঁর 'জীবনের অনুভূতি' নামের আরেকটি অ্যালবাম প্রকাশিত হয়। একই বছর তিনি চলচ্চিত্র 'সহপাঠি'-তে অভিনয় করেন। সেপ্টেম্বর মাসে তাঁর অ্যালবাম 'গতকালের কথাকে বিদায়' প্রকাশিত হয়। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘মেইহুয়াসাননং’ শীর্ষক গান শোনাবো। গানটি একই নামের টিভি সিরিজের থিম সং।
বন্ধুরা, আপনারা শুনছিলেন চিয়াং ইউ হেংয়ের কন্ঠে ‘মেইহুয়াসাননং’ শীর্ষক গান। ১৯৯১ সালে তাঁর অ্যালবাম 'একজন' প্রকাশিত হয়। অক্টোবর মাসে আরেকটি অ্যালবাম 'যাত্রা' বাজারে আসে। ১৯৯২ সালের নভেম্বর মাসে তাঁর অ্যালবাম 'সময় পেলে আসবে' প্রকাশিত হয়। ১৯৯৩ সালের অগাস্ট মাসে তাঁর অ্যালবাম 'আমি একাই মাতাল হয়েছি' রিলিজ হয়। একই বছরের অক্টোবর মাসে 'চিয়াং ইউ হেংয়ের শ্রেষ্ঠ গান' নামে অ্যালবাম প্রকাশিত হয়। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘আমাকে ভালোবাসতে ভয় লাগে কি?’ শীর্ষক গান শোনাবো।
বন্ধুরা, আপনারা শুনছিলেন চিয়াং ইউ হেংয়ের কন্ঠে ‘আমাকে ভালোবাসতে ভয় লাগে কি?’ শীর্ষক গান। ১৯৯৪ সালের জানুয়ারি মাসে 'চিয়াং ইউ হেংয়ের শ্রেষ্ঠ গান ২' রিলিজ হয়। ১৯৯৫ সালের অগাস্ট মাসে তাঁর অ্যালবাম 'আসলে আমি কেয়ার করি' বাজারে আসে। ১৯৯৬ সালের অক্টোবর মাসে তাঁর 'পুরুষের হৃদয়েও ব্যথা লাগতে পারে' নামের অ্যালবাম প্রকাশিত হয়। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘বৃষ্টিতে’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।