বাংলা

ভিয়েতনামের প্রেসিডেন্টের চীন সফর ও প্রসঙ্গকথা

CMGPublished: 2024-08-20 16:48:28
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আগস্ট ২০: ভিয়েতনাম কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও দেশটির প্রেসিডেন্ট তো লাম, গতকাল (সোমবার) বেইজিংয়ের মহাগণভবনে, চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও দেশের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে এক আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হন। এ সময় সি চিন পিং জোর দিয়ে বলেন, তিনি তো লামের সঙ্গে যৌথভাবে, চীন-ভিয়েতনাম অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তুলতে আগ্রহী।

ভিয়েতনাম কমিউনিস্ট পার্টির সম্পাদকের দায়িত্ব গ্রহণ করায় তো লামকে অভিনন্দন জানিয়ে সি চিন পিং বলেন, “সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেওয়ার পর, প্রথম বিদেশ সফরে আপনি চীনে আসলেন। এতে বোঝায় যায়, দুই পার্টি ও দুই দেশের মধ্যে সম্পর্কের ওপর আপনি গুরুত্ব দেন এবং চীন-ভিয়েতনাম দ্বিপক্ষীয় সম্পর্ককে কৌশলগত স্থানে রাখেন। আপনার সঙ্গে ভালো কাজের সম্পর্ক ও বন্ধুত্ব গড়তে চাই। আমরা একসাথে চীন-ভিয়েতনাম অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তুলবো।”

চীনের ও ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির আদর্শ এক উল্লেখ করে সি চিন পিং বলেন, “বর্তমানে বিশ্বের দুটি শাসক কমিউনিস্ট পার্টি হিসেবে, চীন ও ভিয়েতনামের কমিউনিস্ট পার্টিদ্বয়ের উচিত, বন্ধুত্বপূর্ণ মূল উদ্দেশ্যকে মনে রাখা, ঐতিহ্যগত বন্ধুত্ব অব্যাহত রাখা, কমিউনিস্ট পার্টির নেতৃত্ব ও সমাজতান্ত্রিক ব্যবস্থাকে মেনে চলা, কৌশলগত চীন-ভিয়েতনাম অভিন্ন কল্যাণের সমাজ গড়ার কাজ এগিয়ে নেওয়া, বিশ্বে সমাজতন্ত্রের বিকাশে কাজ করা। আমি বিশ্বাস করি, আমাদের পথ ভবিষ্যতে আরও প্রশস্ত হবে।”

পাশাপাশি, সিপিসি-র ২০তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনসংশ্লিষ্ট তথ্য তুলে ধরেন সি চিন পিং। তিনি বলেন, ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সাথে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা বিনিময় করতে এবং রাষ্ট্র পরিচলনার ব্যবস্থা ও শক্তি আরও আধুনিক করার লক্ষ্যে কাজ করে যেতে ইচ্ছুক চীন।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn