বাংলা

সংস্কারের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নের সার্বিক সবুজ রূপান্তর আরও এগিয়ে নেওয়া হবে

CMGPublished: 2024-08-15 21:30:03
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

অগাস্ট ১৫: চীনের কমিউনিস্ট পার্টি বা সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিং জানিয়েছেন, সবুজ উন্নয়ন হচ্ছে উচ্চ গুণগত মানের উন্নয়নের মৌলিক বৈশিষ্ট্য। নতুন মানের উৎপাদন শক্তিও হলো সবুজ উৎপাদন শক্তি। উন্নয়ন পদ্ধতির সবুজ রূপান্তর আরও দ্রুত হতে হবে। যা কার্বন নির্গমনের চূড়ান্ত অবস্থা ও কার্বন নিরপেক্ষতা বাস্তবায়নে সহায়ক হবে। সিপিসি’র ২০তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনে পরিবেশগত সভ্যতার ব্যবস্থা সংস্কারের খাতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেয়া হয়েছে। যাতে সবুজ ও নিম্ন কার্বন উন্নয়নের ব্যবস্থা আরও উন্নত করার বিষয় দিক-নির্দেশনা রয়েছে। বর্তমানে, আর্থ-সামাজিক উন্নয়নের সার্বিক সবুজ রূপান্তর খাতে দেশের নানা অঞ্চলে সংশ্লিষ্ট নীতি ও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যা সবুজ উচ্চ গুণগত মানের উন্নয়ন নিশ্চিত করেছে।

গত জুন মাসের শেষ দিকে চীনে নবায়নযোগ্য জ্বালানি দিয়ে উৎপাদিত বিদ্যুতের পরিমাণ ছিল ১৬৫ কোটি কিলোওয়াট, যা দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের ৫৩.৮ শতাংশ। জ্বালানির সবুজ রূপান্তরের পদক্ষেপ ক্রমশ দ্রুততর হচ্ছে দেশে।

সেই সঙ্গে শিল্প কাঠামো অব্যাহত উন্নত হচ্ছে চীনে। চীনে ইতোমধ্যে বিশ্বের সবচেয়ে বড় ও সম্পূর্ণ নতুন জ্বালানি শিল্প চেইন তৈরি হয়েছে। এতে সম্পদ বিনিয়োগের হারও বাড়ছে।

কার্বন নির্গমন ও দূষণ কমানোসহ ধারাবাহিক পরিবর্তনের পিছনে রয়েছে গভীরতর পরিবেশগত সভ্যতা ব্যবস্থার সংস্কার। সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিং জানান, চীনের আর্থ-সামাজিক উন্নয়ন ইতোমধ্যে সবুজ ও নিম্ন কার্বন প্রক্রিয়া আরও দ্রুত হওয়ায় উচ্চ গুণগত মানের উন্নয়নের পর্যায় শুরু হয়েছে। তিনি জোর দিয়ে জানান, সবুজ উন্নয়ন হচ্ছে একমাত্র পথ।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn