চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গ্রামীণ উন্নয়নে বুদ্ধিমান ও উদ্ভাবনী চেতনা কাজে লাগাচ্ছে
২০১৮ সালের মে মাসে চীনা কমিউনিস্ট পার্টির যুবলীগের কেন্দ্রীয় কমিটি এবং চীনের নৃত্য শিল্পী পরিষদের যৌথ উদ্যোগে, গ্রামীণ স্কুলে হিপহপ নৃত্য শেখার কার্যক্রম শুরু হয়। তখন থেকে কুইচৌ প্রদেশে হিপহপ নৃত্যের স্বেচ্ছাসেবক শিক্ষক দল গঠিত হয়।
বর্তমানে কুইচৌ প্রদেশের ৫৭টি হিপহপ নৃত্য প্রতিষ্ঠানের ৪০০ জনেরও বেশি স্বেচ্ছাসেবক সংশ্লিষ্ট নৃত্যের ক্লাস নিচ্ছেন এবং তারা গ্রামীণ স্কুল, আবাসিক কমিউনিটি আর জেলার স্কুলে গিয়ে ৩৮টি হিপহপ জনকল্যাণমূলক নৃত্য ক্লাসরুম নির্মাণ করেছেন। তাদের প্রচেষ্টায় গ্রামাঞ্চলের ১৫ হাজারেরও বেশি ছাত্রছাত্রী হিপহপ নৃত্য শেখার সুযোগ পেয়েছে।
কুইচৌ হিপহপ নৃত্য লীগের প্রধান হিসেবে শিক্ষক পান ছাং ফেই টানা ২০ বছরেরও বেশি সময় ধরে হিপহপ নৃত্যের চর্চা করছেন। ১৮ বছর আগে তিনি নৃত্যের প্রশিক্ষণ ক্লাস চালু করেন। তাঁর অনেক ছাত্রছাত্রী স্নাতক হওয়ার পর হিপহপ নৃত্যের শিক্ষক বা শিল্পী হয়েছে। নতুন প্রজন্মের হিপহপ শিক্ষার্থীরা আরও বেশি জায়গায় ছড়িয়ে পড়েছে।
শিক্ষক পান বেশ প্রভাবশালী ব্যক্তি। তাঁর নেতৃত্বে কুইচৌ প্রদেশের অনেক হিপহপ নৃত্য প্রতিষ্ঠান গ্রামীণ স্কুলে স্বেচ্ছাসেবক শিক্ষক কার্যক্রমে অংশ নিয়েছে। টানা ৬ বছর ধরে শিক্ষক পান ছাং ফেই অনেক গ্রামীণ স্কুলে গিয়ে স্বেচ্ছাসেবক শিক্ষক হিসেবে হিপহপ নৃত্য শিখিয়েছেন এবং কুইচৌ প্রদেশের বাইরে থেকে আসা হিপহপ শিক্ষকদের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার সুযোগ দিয়েছেন।
২০২২ সালে কুইচৌ প্রদেশের হিপহপ যুবক প্রশিক্ষণ ক্লাস আয়োজিত হয়। ৫০ জন হিপহপ নৃত্যপ্রেমী প্রশিক্ষণ ক্লাসে অংশ নেওয়ার পর নৃত্য প্রদর্শন করেন। তাদের প্রদর্শনী আরও বেশি যুবক-যুবতীকে আকর্ষণ করেছে। ২০২৩ সাল থেকে হিপহপ নৃত্য ক্লাসে অংশগ্রহণকারীর সংখ্যা ৫০ জন থেকে ১৯০ জনে উন্নীত হয়। আরো বেশি যুবক-যুবতী হিপহপ শেখা ও চর্চার জন্য চেষ্টা করে যাচ্ছে। স্নাতক হওয়ার পর তারাও স্বেচ্ছাসেবক শিক্ষক হিসেবে আরও বেশি গ্রামীণ স্কুলে নৃত্যের ক্লাস নেবে বলে আশা করা যায়।