চীনের নতুন পেশা কৃষি ডিজিটাল প্রযুক্তিবিদ
পুকুরের পানির মান নিশ্চিত করার পাশাপাশি, কিভাবে নির্ভুল পদ্ধতিতে মাছকে খাওয়ানো যায়? কম খাওয়ানো হলে মাছের সাইজ তুলনামূলকভাবে ছোট হবে। আবার বেশি খাওয়ানো হলে পুকুরের পানিতে দূষণ দেখা দেবে এবং মাছগুলো বিভিন্ন রোগে আক্রান্ত হবে। তাই, বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছগুলোকে খাওয়ানো জরুরি। প্রকৌশলী লি মাইয়ের মাছ চাষের অভিজ্ঞতা তেমন সমৃদ্ধ ছিল না। তিনি স্থানীয় গ্রামের জেলেদের কাছ থেকে মাছ চাষ শিখেছেন। সেই শিক্ষাই তিনি কাজে লাগানো চেষ্টা করেন মাছ চাষের ক্ষেত্রে। পরে মাছ প্রজনন বিশেষজ্ঞদের পরামর্শে, লি মাই এবং তার সহকর্মীরা, মাছকে খাওয়ানোর ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার শুরু করেন। এতে মাছের উত্পাদন যেমন বেড়েছে, তেমনি ব্যয়ও কমেছে।