বাংলা

চীনের নতুন পেশা কৃষি ডিজিটাল প্রযুক্তিবিদ

CMGPublished: 2024-08-12 17:00:58
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

গত সপ্তাহে আমরা চীনের নতুন পেশা নিয়ে কিছু তথ্য তুলে ধরেছি। বস্তুত, সমাজের বিভিন্ন খাতের দ্রুত উন্নয়নের পাশাপাশি, এখন বিভিন্ন ধরনের নতুন পেশার আবির্ভাব ঘটছে। আজকের অনুষ্ঠানে আমরা তেমনি একটি নতুন পেশা নিয়ে আলোচনা করবো।

চীনের ছংছিং মহানগরের লিয়াংপি এলাকায় মাছ ও শাকসবজির কারখানা কার্যালয়ে কৃষিবিজ্ঞান একাডেমির কৃষি ডিজিটাল প্রযুক্তিবিদ লি মাই একাই কম্পিউটারের সামনে বসে কাজ করেন। দূরবর্তী পর্যবেক্ষণ ও রিমোট ব্যবস্থায়, এ কারখানার বিভিন্ন পরিসংখ্যান, কম্পিউটারে দেখা যায়। নিজের কাজ সম্পর্কে লি বলেন, “আমার মূল কাজ প্রকৌশলী ও জেলের মতো। অতীতকালে মাছ চাষের সময় ব্যক্তিকে নিয়মিত মাছকে খাওয়াতে হতো। তবে, বর্তমানে এআই প্রযুক্তি মাছকে খাওয়ানোর দায়িত্ব পালন করছে।” কারখানার নিচ তলায় মাছ লালনপালন করা হয় এবং উপর তলায় শাকসবজি চাষাবাদ করা হয়। মাছ ও শাকসবজি একসাথে বেড়ে ওঠে। লিয়াংপি এলাকার এ ছোট কারখানায় বেশ উন্নত প্রযুক্তি দেখা যায়। যেমন, মাছকে পুকুরে স্থাপিত এআই প্রযুক্তি খাওয়ায় এবং সেন্সরের মাধ্যমে পুকুরের পানির তাপমাত্রা, উষ্ণতা ও অক্সিজেনের মাত্রা নিয়ন্ত্রণ করে। যে পুকুরে মাছ চাষ হয়, সে পুকুরের পানি শাকসবজির গ্রিনহাউসের জন্য সার হিসেবে ব্যবহৃত হচ্ছে। পাইপলাইনের মাধ্যমে শাকসবজির ক্ষেতে এ পানি স্থানান্তর করা হয়।

কৃষিকাজের আধুনিকায়ন ও ডিজিটাল প্রযুক্তি অবিভাজ্য। ২০২২ সালের জুন মাসে চীন সরকার ১৮টি নতুন পেশার ধরণ প্রকাশ করে। তালিকায় কৃষি ডিজিটাল প্রযুক্তিবিদও রয়েছে। তখন থেকেই লি মাই প্রকৌশলী থেকে প্রযুক্তিনির্ভর জেলেতে রূপান্তরিত হন।

লি মাইয়ের এই যাত্রা সহজ ছিল না। চীনের একটি প্রবাদে বলা হয়েছে, মাছ লালনপালন করতে চাইলে পানির মান নিশ্চিত করা জরুরি। অতীতকালে পুকুরের পানির মান দক্ষ ও সিনিয়র কর্মীদের অভিজ্ঞতার ওপর নির্ভর করে ঠিক করা হতো। তবে, আজকাল কারখানায় মাছ লালনপালনের ক্ষেত্রে সেন্সরের মাধ্যমে পানির মান পর্যবেক্ষণ করা হয়। অতীতের ব্যর্থতার অভিজ্ঞতা স্মরণ করে লি মাই বলেন, “আগে সংশ্লিষ্ট পর্যবেক্ষকদের মতামত মাঝে মাঝে ভুল প্রমাণিত হতো। পুকুরে পানির মান তখন খারাপ হতো এবং অনেক মাছ মারা যেতো।” এরপর ছংছিং মহানগরের কৃষি বিজ্ঞান একাডেমি জলজ কৃষি বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানিয়ে বিশেষ কর্মদল গঠন করে। মাছের পুকুরের পানির মান পর্যবেক্ষণে আরও নির্ভুল সেন্সর স্থাপন করা হয় এবং পানির মানের পূর্বাভাসের ক্ষেত্রে এআই মডেল, পানির মান নিয়ন্ত্রণ ও সমন্বয় সরঞ্জামের সাহায্যে বিভিন্ন সমস্যা মোকাবিলা করা হয়। এতে পুকুরের পানির মানের পরিবর্তন দ্রুত পর্যবেক্ষণ ও উন্নত করা যায়।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn