চাঁদের হাসি বাঁধ ভেঙেছে উত্তর-পূর্ব চীনের আকাশে
অগাস্ট ২০, সিএমজি বাংলা ডেস্ক: উত্তর-পূর্ব চীনের হেইলংচিয়াং প্রদেশের মোহে শহরের আকাশে দেখা গেছে সুপারমুন, যা সারা দেশের ফটোগ্রাফারদের আকৃষ্ট করেছে।
সোমবার সন্ধ্যা ৭ টায় মোহে শহরতলিতে উদিত হয় সুপারমুন। লালচে আলোর বিকিরনে ঝলমল করছিল চাঁদ।
মোহনীয় এই দৃশ্য ধারণ করতে মোহে শহরের সর্বোচ্চ শৃঙ্গ পোলার স্টার স্কয়ারে ভিড় করছেন পর্যটকরা।
শানতোং প্রদেশ থেকে ঘুরতে আসা দর্শনার্থী চাওচিয়ান বলেন,"আজকের চাঁদটি মনে হচ্ছিলো কোনো চিত্রকলা বা স্বপ্ন দৃশ্য থেকে উঠে এসেছে। এত সুন্দর চাঁদের মুখোমুখি হওয়া খুবই দুর্দান্ত অভিজ্ঞতা ছিল। বিগত ৩০ বছরে আমি এত সুন্দর চাঁদ দেখিনি। বিশেষ করে যে মূহুর্তে চাঁদটি আকাশে দৃশ্যমান হয় এটি অনেক বড় এবং লাল দেখাচ্ছিলো। এরকম সুন্দর চাঁদ আমরা খুব কমই দেখেছি"৷
পৃথিবীর একেবারে কাছে চাঁদের কক্ষপথ চলে এলে সেই পূর্ণিমার চাঁদ হয়ে ওঠে সুপার মুন।
রাসু/নাহার